শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
14 Jan 2025 10:02 pm
দেশের সব ইউনিয়নে আগামী ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এটি যুগপৎ আন্দোলনের কর্মসূচি। এতে বিএনপির সমমনা দলগুলোও অংশ নেবে।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি শুরু করে পর্যায়ক্রমে উপজেলা-জেলা পর্যায়ে কর্মসূচি হবে। এরপর চূড়ান্ত আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। ঢাকা মহানগরেও এ পদযাত্রা হবে।