শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
28 Dec 2024 03:14 am
বক্স অফিসে ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। অ্যাকশন দৃশ্যে ভরা সিনেমাটি মাত্র দশ দিনেই প্রায় এক হাজার কোটি টাকার ব্যবসা করেছে।
বিশ্লেষকদের ধারণা, অচিরেই এক হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে ‘পাঠান’।
জানা গেছে, মুক্তির দশম দিনে ভারতে ‘পাঠান’-এর আয় ১৪ কোটি রুপি। এখন পর্যন্ত দেশটিতে মোট আয় দাঁড়িয়েছে ৩৭৮.১৫ কোটি রুপি। অন্যদিকে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় ৭৩৫ কোটি রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় ৯৫৬ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’ বিশ্বের ১০০টি দেশে মুক্তি পেয়েছে। এর মধ্যে ভারতের সাড়ে পাঁচ হাজার ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে সিনেমাটি।
প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান।