শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
27 Aug 2025 02:54 am
![]() |
মো. আশিকুর রহমান টুটুল,নাটোর প্রতিনিধি;-যুব সমাজকে মাদক মুক্ত রাখতে নাটোরের লালপুরে সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রæয়ারি) সকালে উপজেলার গোপালপুর শিবপুর যুব সংঘের আয়োজনে ও স্বপ্নীল জেনারেল হাসপাতালের সৌজন্যে গোপালপুর ডিগ্রী কলেজ মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।এতে ৪টি দল অংশ নেয়। গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার খেলার শুভ উদ্বোধন করেন।
মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ও আনন্দ আয়োজনের অংশ হিসেবে এই টুর্নামেন্ট বলে জানান আয়োজকরা। অংশগ্রহণ করা দলগুলো হলো গোল্ডেন ড্রিম, সুপার সিক্সার, আরবি ট্রাইগারস, ডাইনাকি বয়। অংশ নেওয়া ৪টি দল দিনভর প্রত্যেক দলের সঙ্গে খেলা শেষে পরের দিন ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এসময় শিবপুর যুব সংঘ ক্লাবের সভাপতি আল আমিন খান রতন, সাধারণ সম্পাদক তানবীন আহম্মেদ কচি, রিমন, শিমুল, মুন্না মেহেরাবসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।