শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
01 Jan 2025 06:01 am
ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল ও ভুটভুটির সংঘর্ষে জাহিদ হোসেন (২১) নামে একজনের মৃত্যু হয়েছে। অপর একজন গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকাল ৮ টায় বদলগাছী উপজেলার ভোবন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন (২১) মহাদেবপুর উপজেলার ছাতরা গ্রামের রুবেল হোসেন ছেলে, ও আহত কবির হোসেন (২২) বদলগাছী উপজেলার গাবনা গ্রামের আব্দুল জব্বারের ছেলে বলে জানাযায়।
থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, ( ৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৮টায় বদলগাছী উপজেলার বালুভরা ইউপির গাবনা রোড়ের ভূবন গ্রামের ব্রীজের নিকট বিপরীত দিক থেকে আসা গরুবাহী ভুটভূটির সাথে মুখোমুখি সংঘর্ষে জাহিদ হোসেন (২১) ঘটনাস্থলে মারা যায় ও কবির হোসেন (২২) কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের এস আই মেহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।
বদলগাছি থানার এস আই মেহেদী হাসান জানান, উপজেলার গাবনা গ্রাম তার মামা বাড়ি থেকে নওগাঁ যাবার পথে ভটভটির সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। এবং এ ঘটনায় নিহতের মামা কবির হোসেন গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।