বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৩
26 Aug 2025 02:45 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (১৭) নামের এক ট্রলির চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) দুপুর ১টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের শাহানা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। শাকিল মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে।স্থানীয়রা জানায়, ওই সময় শাকিল মিয়া কাঠবোঝাই ট্রলি চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে অপর একটি ড্রাম ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রলিটি ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাকিল মিয়া গুরুতর আহত হয়। এরই ফাঁকে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। পরে শাকিলকে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।