বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৩
25 Dec 2024 06:52 pm
৭১ভিশন ডেস্ক:- বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ।
আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মন্জুরুল হাসান। এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপ-নিবার্চনে ১২৮ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩২৬৭৪১ জন। তার মধ্যে রাণীশংকৈল উপজেলায় ৫২টি ভোটকেন্দ্র ও পীরগঞ্জ উপজেলায় ৭৬টি ভোটকেন্দ্র।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙল প্রতীকে ৮৪০৪৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে ৫০৩০৯টি ভোট পেয়েছেন।