বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৩
23 Dec 2024 04:43 pm
বিএনপি এমপিদের ছেড়ে দেয়া ৬ আসনে উপনির্বাচনে ভোট আজ। ৬টি আসনেই ভোট হবে ইভিএমে। সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
আসনগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-৩, বগুড়া- ৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।
এর মধ্যে আলোচনায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন। এখানে বিএনপির সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তারের পক্ষে প্রচারণা করছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তার প্রতিদ্বন্দ্বী আসিফ আহমেদ নিখোঁজ নাকি আত্মগোপনে, তা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। যদিও ইসির দাবি, তিনি আত্মপোগনেই আছেন।
এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উপনির্বাচন শেষ করার প্রত্যাশা জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন, জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপনির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব আয়োজন শেষ করা হয়েছে। এ জন্য দেড়গুণ ইভিএম সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।