মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 09:12 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভুট্টার খেতে এক শিশুপুত্র (১২) কে বলাৎকার ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত আশরাফুল মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) গ্রেফতারকৃত আশরাফুল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রোপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী। আশরাফুল মিয়া উপজেলার উত্তর উড়িয়া গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের ওই শিশুটি উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামের খালুর বাড়িতে বেড়াতে যায়। রোববার (২৯ জানুয়ারি) বিকেলের দিকে শিশুটি তার খালাত ভাইসহ কয়েকজন কালা সোনার চরের উত্তর পাশে অবস্থিত আশরাফুলের বাড়ির পাশের একটি বড়ই গাছ থেকে বড়ই পাড়ছিল। আশরাফুল মিয়া সকল শিশুকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে শিশুটিকে ধরে ভুট্টা খেতে নিয়ে জোর পূর্বক বলাৎকার করে। এ ঘটনার শিকার শিশু ঘটনাটি পরে তার খালাকে জানায়।
এরপর সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে শিশুটির বাবা বাদি হয়ে আশরাফুল মিয়াকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করে। এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বলেন, অভিযোগ পাওয়া মাত্র অভিযান পরিচালনা করে আসামি আশরাফুলকে গ্রেফতার করা হয়। । আসামির বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনের থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।