মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 04:38 pm
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোঃ জুয়েল (৫০) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌণে ১১ টার দিকে শহরের গোদারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মৃত মোঃ কছিমদ্দীনের ছেলে। তার লাশ উদ্ধার করে সকালেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে
প্রেরণ করে পুলিশ।
বিষয়গুলো নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা। পুলিশের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে অটোরিকশায় করে জুয়েল বগুড়া শহরের দিকে আসছিলেন। নওগাঁ-বগুড়া মহাসড়কের গোদারপাড়া বাজার এলাকায় পেছন দিক থেকে অজ্ঞাত এক ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। স্থানীয়রা জুয়লকে উদ্ধার করে শজিমেক হাসপাতলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইন্সপেক্টর সুজন আরও জানান, এ ঘটনায় অজ্ঞাত ওই ট্রাক আটক করা সম্ভব হয়নি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।