মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
25 Dec 2024 10:23 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রকৌশলী রিপন কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, ওসি রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার সামসুল ইসলাম দেওয়ান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, আব্দুস সালাম, গোলাম মোস্তফা, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সান্তাহার প্রেসক্লাবের সম্পাদক খায়রুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জাতীয় পার্টির সভাপতি এএইচএম মিলন প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে আবাদী জমির মাটি কেটে পুকুর খনন ও বালু উত্তোলন ও মাদক নিয়ন্ত্রনে পদক্ষেপ গ্রহনে জনমনে স্বস্তি ফেরায় তা অব্যাহত রাখার আহবান এবং সান্তাহার রেলগেটের পশ্চিমে বীর মুক্তিযোদ্ধাদের নামের ফলক আগামী ২৬ মার্চের মধ্যে সংস্কার করে উম্মুক্ত করার দায়িত্ব পৌর মেয়রকে দেয়াসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়।