মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
29 Dec 2024 10:47 pm
ঘোড়াঘাট,দিনাজপুর,প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনকে কেন্দ্র করে বিবাদীসহ প্রায় ৩৮টি বাড়ীঘরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, চাল,কম্বল চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সার্বিক ব্যবস্থাপনায় ও নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ্অধিদপ্তরের বরাদ্দ এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ৯ ফুট ৮টি ঢেউ টিন,৩০ কেজি চাল, ৩ পিচ করে কম্বল,৩ হাজার টাকার চেক ও নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী ্অফিসার মোঃ রাফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,৪ নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুটটো। ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর চুনিয়াপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ২ জন খুন হয়। নিহতের পরিবার ৫ জনকে আসামি করে মামলা করে। পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ৪ জনকে আটক করে। এরই জের ধরে বাড়ি ঘরে অগ্নিসংযোগ, বাড়ি ঘর ভাঙচুর, প্রয়োজনীয় জিনিসপত্রসহ গরু ছাগল লুটের ঘটনা ঘটে।
শাহ আলম,