মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
21 Jul 2025 02:29 pm
![]() |
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৯২ রান সংগ্রহ করেছিল সিলেট। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি খুলনা। মাশরাফী বিন মোর্ত্তজার দলের জয় ৩১ রানে।
রান তাড়া করতে নেমে কখনোই সুবিধাজনক অবস্থায় ছিল না খুলনা। শুরুতেই ফেরেন দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যান্ডি বালবির্নি। দুজনকেই একই ওভারে সাজঘরে ফেরান দলে ফেরা রুবেল হোসেন।
এরপর শাই হোপ ও আজম খান দুজনই ৩৩ এবং মাহমুদুল হাসান জয় ২০ রান করেন। আর কেউ দুই অংকের ঘরে রান করতে পারেননি। শেষদিকে নাসুম আহমেদের ১৩ রানের ইনিংস শুধু খুলনার হারের ব্যবধানটাই কমিয়েছে।
সিলেটের হয়ে রুবেল হোসেন চারটি, রেজাউর রহমান রাজা ও মোহাম্মদ আমির দুটি এবং ইমাদ ওয়াসিম একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। এদিন ৬ রানের বেশি করতে পারেননি এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত।
তবে এরপর ১১৪ রানের বিরাট জুটি গড়েন তৌহিদ হৃদয় ও জাকির হাসান। দারুণ সব শটে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে হৃদয় ৪৯ বলে ৭৪ ও জাকির ৩৮ বলে ৫৩ রান করেন।
মুশফিকুর রহিম ৭ রান করে আউট হন। বাকি সময়ে বাইশ গজে ঝড় তোলেন রায়ান বার্ল ও থিসারা পেরেরা। দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ২১ ও ১৭ রানে। খুলনার হয়ে মার্ক দেয়াল দুটি এবং নাহিদুল ইসলাম ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।