সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
24 Dec 2024 06:37 am
সঞ্জু রায়ঃ বগুড়া: বগুড়ার সোনাতলায় পাওয়ার টিলারের সাথে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল পৌণে ১০ টার দিকে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দু'জন শিশু ও দু'জন নারীও আছেন। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা সবাই সোনাতলা উপজেলার বাসীন্দা। তারা হলেন, পোড়া পাইকুর গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে লাভলু মিয়া (৪৫), গাবলু মিয়ার স্ত্রী সুলতানা (৪০), লাজু মিয়ার স্ত্রী জাহানারা বিবি (৩০) ও তার দুই শিশু কন্যা নুসরাত আক্তার (৭) ও ফাতেমা আক্তার (৮)।
বিষয়গুলো নিশ্চিত করেছেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন। পুলিশের এ কর্মকর্তা জানান, আহত সবার অবস্থা আশংকাজনক।
সোনাতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, সোমবার সকাল পৌণে ১০ টার দিকে কলেজ বাজার সড়ক ও গাবতলী ব্রীজ সড়কের মাঝামাঝি এলাকায় পাওয়ার টিলারের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয়রা শজিমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। সেখানে তারা চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থাই গুরুতর বলে জেনেছি।
পুলিশের এ কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরে পাওয়ার টিলার পালিয়ে যাওয়ায় শনাক্ত বা কাউকে গ্রেপ্তার সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।