সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
24 Dec 2024 01:57 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রি মামলায় প্রকৃত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে- গাইবান্ধায় গানাসাস মার্কেটের সামনে গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধার উদ্যোগে ৩০-০১-২০২৩ইং বেলা ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি এবং গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা পরমানন্দ দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, দপ্তর সম্পাদক উজ্জ্বল মন্ডল মাহফুজ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া প্রমূখ। বক্তাগণ জাতীয় শিক্ষাক্রম ২০২০বাতিল, ভুলে ভরা নিম্নমানের ছাপা পাঠ্যপুস্তক বাতিল,কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি বন্ধ।পুনঃভর্তির নামে অতিরিক্ত ফি বন্ধ, জাতীয় শিক্ষাক্রম ২০২০বাতিল করার দাবি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর চাঁদপুরসহ সারাদেশে সমাবেশে হামলা এবং লাঞ্চনাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । সেই সাথে শিক্ষার বেসরকারিকরণ উচ্চ শিক্ষা সংকোচন,সন্ত্রাস দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।