সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 04:34 pm
জীবনে যা অর্থ সঞ্চয় করেছিলেন সবই হারিয়েছেন জামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট। অবসর নেওয়ার পর তার ক্যারিয়ারে সব সঞ্চয় জমা রেখেছিলেন একটি ব্যাংকে। ওই ব্যাংকে তার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ারবাজারের একটি সংস্থা।
এ ব্যাপারে উসাইন বোল্টের আইনজীবী লিন্টন গর্ডন জানিয়েছেন, বোল্টের প্রায় ১২.৭ মিলিয়ন ডলার হারিয়েছেন, যা বাংলাদেশি টাকায় ১৩৯ কোটি চাকা। এ ঘটনায় তার বিজনেস ম্যানেজারকে শুক্রবার (২৮ জানুয়ারি) বরখাস্ত করেছেন তিনি। বোল্টের ব্যবসা ও বিনিয়োগ সবকিছুই দেখাশোনা করত বিজনেস ম্যানেজার।
উসাইন বোল্ট বলেছেন, ওই বিনিয়োগ ছিল আমার ভবিষ্যৎ। আমার তিন সন্তান রয়েছে। তাদেরকে দেখাশোনা করতে হবে। তাছাড়া আমি ভালভাবে বাঁচতে চাই। তবে এ ঘটনায় আমি ভেঙে পড়িনি।