সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 02:24 pm
বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিকে কেন্দ্র করে হিন্দি সিনেমা আমদানি নিয়ে সরব হয়ে উঠেছে সিনেমাপাড়া। এ নিয়ে পক্ষ-বিপক্ষে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে।
হিন্দি সিনেমা মুক্তি দেওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা নিপুণ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বলিউডের সিনেমা মুক্তিতে আপত্তি নেই, তবে লাভের ১০ শতাংশ শিল্পী সমিতির জন্য দিতে হবে।’ তার এই মন্তব্যে অনেকেই আপত্তি তুলেছেন। ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাসের মতো তারকারা প্রতিবাদ জানিয়েছেন। এবার বিষয়টির ঘোর বিরোধিতা করলেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ।
নায়কের প্রশ্ন, ‘হিন্দি সিনেমা আমদানি করে ১০ শতাংশ নিয়ে শিল্পী সমিতি কী করবে? তাদের এতই করুণ অবস্থা যে হিন্দি সিনেমার লাভ নিয়ে চলতে হবে?’
তিনি যোগ করেন, ‘হিন্দি সিনেমা আমদানি করলে চলচ্চিত্রের নেতা-নেত্রীরা লাভবান হবে, তা ছাড়া তো আর কাউকে লাভবান হওয়া দেখছি না। এই কমিশন চাওয়াটা শিল্পী সমিতির করুণ অবস্থাকেই বোঝায়।’
সাফটা চুক্তির প্রসঙ্গ টেনে বাপ্পারাজ বলেন, ‘বারবার সাফটা চুক্তির কথা বলা হচ্ছে। সাফটা চুক্তি দিয়ে বলিউডের একটা বিগ বাজেটের সিনেমা দেশে মুক্তি দিলেন, কিন্তু শর্ত অনুযায়ী আমাদের পুরোনো আমলের কোনো রকম একটা সিনেমা নিয়ে ভারতের গ্রামের কোনো হলে চালালো, যেখানে দর্শক যায় না, তাহলে তো হলো না। সাফটা চুক্তির আওতায় আমাদের ভালো ভালো সিনেমা ভারতের মাল্টিপ্লেক্সে দেন, তাহলে বুঝব চুক্তি ঠিক আছে।’
যারা হিন্দি সিনেমা আমদানি করতে চান, তাদের প্রতি প্রশ্ন রেখে বাপ্পারাজ বলেন, ‘আমাদের দেশে এক শ্রেণির আঁতেল আছে, বোদ্ধা আছে। তারা বলছে, হিন্দি সিনেমা আসুক। তারা কেন এটা বলছে না, ওখানেও বাংলা সিনেমা চলুক? তারা (ভারত) তো নিজেদের সিনেমার ব্যবসা করছে, আবার তাদের আলাদা আলাদা ইন্ডাস্ট্রিও আছে। আমাদের তো কোনো ওভারসিজ মার্কেট নেই। এমনকি চট্টগ্রাম-বরিশালেও ইন্ডাস্ট্রি নেই। তাহলে আমাদের সিনেমা চলবে কোথায়?’