রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
28 Dec 2024 02:55 am
৭১ভিশন ডেস্ক:- অদ্য ২৯/০১/২০২৩ খ্রি. ১৫.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর এস.বি ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার পূর্ব পাশে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ (পঁচিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক = ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উদ্ধার করতঃ আসামী ০১। মোঃ মঞ্জু সরকার (৪২), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-আমাশুকুকরুল, থানা-পশুরাম, রংপুর মেট্রোপলিটন রংপুরকে গ্রেফতার করা হয়।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এএসআই (নিঃ) মিলন কুমার রায়, এএসআই(নিঃ) মোঃ আব্দুল লতিফ, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়া, কং/মোঃ রিপন মিয়া, কং/মোঃ মানিক মিয়া, কং/মোঃ ইবনে খালিদ, নারী কং/মোছাঃ সেহেরজান আকতার এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।