রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 03:25 pm
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২৯ জানুয়ারি বেলা ২ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের দত্তপাড়া ও গোবিন্দপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের দত্তপাড়া ও গোবিন্দপুর গ্রামের মাঝামাঝি স্থানে রেললাইনের পাশে পথচারী লোকজন একটি অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের,অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান ও ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস সহ একদল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।