রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 02:49 pm
তবে জানেন কি, ফুটবল বিশ্বকাপেই ব্রাজিলের আগে হেক্সা জয় করেছে আর্জেন্টিনা? বিস্ময়কর হলেও এটা সত্যি।
মূলত অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০০৭ সালে সবশেষ শিরোপা জয়ের আগে ১৯৭৯, ১৯৯৫, ১৯৯৭, ২০০১ ও ২০০৫ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। যার মাধ্যমে হেক্সা জয়ের স্বাদ পেয়েছে দলটি।
দুটি অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরো। এছাড়া লিওনেল মেসিও পেয়েছেন এই বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ।
দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে ব্রাজিল। অর্থাৎ, মূল বিশ্বকাপের মতো বয়সভিত্তিক এ আসরেও হেক্সা জয়ের অপেক্ষায় তারা। লাতিন আমেরিকার দেশটি যথাক্রমে ১৯৮৩, ১৯৮৫, ১৯৯৩, ২০০৩ ও ২০১১ সালে শিরোপা জিতেছে।
পর্তুগাল (১৯৮৯ ও ১৯৯১) এবং সার্বিয়া (১৯৮৭ ও ২০১৫) দুইবার করে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে। এছাড়া ঘানা, স্পেন, সোভিয়েত ইউনিয়ন, পশ্চিম জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স একবার করে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে।
আগামী ২০ মে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২৩তম আসরের চূড়ান্ত পর্ব। যেখানে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল প্রতিযোগিতা করবে। এই আসরটি ২০২৩ সালে ইন্দোনেশিয়ার ৬টি শহরে অনুষ্ঠিত হবে।