রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 01:16 pm
আইএইচআর জানায়, যাদের ফাঁসি দেয়া হয়েছে, তাদের মধ্যে চারজন আন্দোলনকারীও রয়েছেন। এদের তিনজনের বয়স মাত্র ১৮ বছর বলে জানিয়েছে সংস্থাটি। মৃত্যুদণ্ডের আগে তাদের ওপর নির্যাতন চালানোরও অভিযোগ রয়েছে। এ ছাড়া মাদক মামলার ৩৭ আসামিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।
আইএইচআর জানায়, এখনও ১০৭ জন আন্দোলনকারী ফাঁসিতে ঝোলার হুমকিতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাধের অভিযোগ আনা হয়েছে। আইএইচআর-এর পরিচালক মাহমুদ আমিরি মোঘদ্দাম বলেন, ‘আন্দোলনকারীদের ভয় দেখাতে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইরান সরকার। কোনো ফাঁসি বরদাস্ত করা হবে না, তা সে রাজনৈতিক হোক বা অরাজনৈতিক।’
হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। আইএইচআর জানায়, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৪৮৮ জনকে হত্যা করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।