রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 10:43 pm
ছাদেকুল ইসলাম রবেল গাইবান্ধাঃ-আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে গাইবান্ধায় এমকে টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে এমকে টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবে গাইবান্ধা সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস ও ঢাকাটাইমসের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধা সাধারণ সম্পাদক জাভেদ হোসেন।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধা সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, মত প্রকাশের গাইবান্ধা প্রতিনিধি লালচান বিশ্বাস সুমন, সাংবাদিক নাজমুল আলম রিংকুসহ অনেকে। বক্তব্যরা এমকে টেলিভিশনের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।