শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
27 Nov 2024 12:30 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় রাইস কুকার বিস্ফোরণে ২ পরিবারের ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউএনও।
শনিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার উত্তর উড়িয়া গ্রামের দুলু মিয়ার ছেলে দুলাল মিয়ার ঘরে থাকা রাইস কুকার বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরই মধ্যে মুহুর্তের মধ্যে আগুন পাশের ঘরে ছড়িয়ে পরে। আগুন লাগার খবর পেয়ে বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উড়িয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামাল পাশা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক সরকারি তহবিল থেকে সাড়ে ৭ হাজার টাকা করে দুই পরিবারের মধ্যে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।