শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 03:02 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সুরত আলী প্রামাণিক (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে সাদুল্লাপুর শহরতলীর ঘাঘট ব্রিজের দক্ষিণ পাশের বাঁধের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত কবির।
সুরত আলী প্রামাণিক উপজেলার কামারপড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে। পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত কবির জানান, আজ সকালে খবর পেয়ে সুরত আলী নামের ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ধারালো অন্ত্র দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। হত্যার রহস্য উদঘাটনে অনুসন্ধান করা হচ্ছে।