শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 03:23 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে পুলিশ সুপারের কার্যালয়, পরিদর্শনে অ্যাডিশনাল আইজি ফুলেল শুভেচ্ছা জানান এসপি মোসাঃ সাদিরা খাতুন। নড়াইল পুলিশ সুপারের কার্যালয়,পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল আইজি এস এম রুহুল আমিন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার অ্যাডিশনাল আইজি নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
পরে অ্যাডিশনাল আইজি জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সুপারের আমন্ত্রণে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্স, সমাধি ও আর্ট গ্যালারী পরিভ্রমণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: দোলন মিয়া উপস্থিত ছিলেন।