শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
14 Jan 2025 12:37 am
গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে পদযাত্রা অংশ নিতে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিতে বাড্ডায় আসছেন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চাই।
বাড্ডা থেকে আবুল হোটেল পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিয়েছে।
রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এটি ঢাকার মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশ পরিচালনা করবেন সদস্য সচিব আমিনুল হক।