বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 08:08 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার স্কুল কলেজ সমূহের ছাত্র-ছাত্রী গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশ গ্রহণে `উগ্রবাদ প্রতিরোধে ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার` অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মিত প্রকল্প এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম, জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দু ও সুশীল সমাজের প্রতিনিধিগণ । সেমিনারে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।