বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
24 Dec 2024 06:55 pm
৭১ভিশন ডেস্ক:- বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে অবস্থিত রোমেনা আফাজ মুক্তমঞ্চে বগুড়ার সাংস্কৃতিক সংগঠন প্রগতি এর মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাসিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী ও অনুষ্ঠানের উদ্বোধন করেন সেক্টর ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার দপ্তর সম্পাদক এইচ আলিম। প্রগতি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শ্যামলের পরিচালনায় ও সাধারণ সম্পাদক আবু সাকির বাপ্পির আমন্ত্রণে অনুষ্ঠানে এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সংগঠনের বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।