বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
27 Nov 2024 12:49 am
নাটোর প্রতিনিধিঃ [২০২২-২০২৩] অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির অধীনে নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১৭০জন ছাত্র-ছাত্রীর মাঝে ৬ লক্ষ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও ২০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল তুলে দেন নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।
উপজেলা নির্বঅহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, এবি ইউনিয়ের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগেল সাধারণ সম্পাদক রোকোনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় শীতার্ত ৭টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করে নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।
মো. আশিকুর রহমান টুটুল