বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
25 Dec 2024 08:06 am
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সড়ক দূর্ঘটনায় ফারুক হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক হোসেন পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গভীড়াকুড়ি গ্রামের দছিমদ্দিন (পেপে)'র ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পোরশা উপজেলার বালিয়াচাঁন্দা নিজ আম বাগান থেকে সাপাহার বাজারের দিকে মোটরসাইকেল যোগে আসছিলো ফারুক হোসেন। এসময় পথিমধ্যে উপজেলার তেঘরিয়া নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ট্রলির সাথে ধাক্কা লেগে সেখানেই মৃত্যু বরণ করেন ফারুক হোসেন। এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর।