বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
22 Dec 2024 07:24 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ সাদুল্লাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় লোকমান মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।লোকমান মিয়া ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে ও একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে এসআই জিয়াউর রহমান জিয়া জানান, লোকমান হোসেন প্রতিরাতের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে জেগে না ওঠায় তাকে ডাকাডাকি করা হয়। এতে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরে জানালা ভেঙে ঘরের তীরের (ধর্না) সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লোকমান মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।