বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
09 Jan 2025 01:41 am
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজি সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত ভোর রাতে উপজেলার দৌলতপুর নামক স্থানে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার পুত্র চাঁন মিয়া (২১) সিএনজি নিয়ে মিরপুর গ্যাস পাম্পে যাওয়ার জন্য রওয়ানা হয়,চাঁন মিয়া সিএনজি নিয়ে মহাসড়কের দৌলতপুর ব্রিজের উপর উঠা মাত্রই বিপরীত-দিক (সিলেট মুখী) অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় চাঁন মিয়ার সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁন মিয়া মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অনার্স বাংলা ১ম বর্ষের প্রাক্তন শিক্ষার্থী ছিল।চাঁন মিয়ার মৃত্যুতে শোকাভিভূত তার বন্ধু বান্ধব সহ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম।