বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
02 Jan 2025 01:45 am
রশিদুর রহমান রানা , শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম। রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর ইসলাম শফির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভার আয়োজন করে ইউনিয়ন পরিষদ। এসময় উপস্থিত রায়হান ইউনিয়ন পরিষদ এর সচিব শোয়াইব সুমন, ইউনিয়ন বিট অফিসার মোশারাফ হোসেন,ইউপি সদস্য মোহসীন আলী, মোকামতলা কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব আমিনুর রহমান সহ বিভিন্ন এলাকার শতাধিক ইমাম-মুয়াজ্জিন।