বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
02 Jan 2025 08:59 pm
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জাকিরকে ৫ মাসের কারাদন্ড। নড়াইলে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জাকির শেখ (৩৫) নামে একজনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত জাকির সদর উপজেলার তুলারামপুর গ্রামের মৃত পাঞ্জু শেখের ছেলে।বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম আহম্মেদ এ আদেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দুপুরে শ্লীল্লতাহানি করে জাকির শেখ নামে এক যুবক। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ সেটেলমেন্ট অফিসের সামনে থেকে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করলে বিচারক তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত জাকির শেখকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।