বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
22 Dec 2024 09:28 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, শামছুল হাসান শামছুল, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, ছাত্রদল জেলা সভাপতি খন্দকার জাকারিয়া জিম, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, কৃষক দলের সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ মোস্তা প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানান।