বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 09:47 pm
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল নগরীর কেডিসি এলাকায় বিএডিসির পল্টুন সংলগ্ন সার বোঝাই একটি কার্গো থেকে কীর্তনখোলা নদীতে পরে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশী চালিয়ে পল্টুনের নিচ থেকে লাশ উদ্ধার করে।
মৃত শ্রমিক মো. ফরিদ হোসেন (২৬) পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকার শাহ আলমের ছেলে। সে (ফরিদ) সার বোঝাই এমভি ম্যাক্সফালা কার্গোতে ২০ দিন পূর্বে শ্রমিক হিসেবে চাকরি নিয়েছিলো। কার্গোর মাষ্টার জাকির হোসেন জানিয়েছেন, মোংলার হারবাড়িয়া থেকে ইউরিয়া সার নিয়ে তারা কীর্তনখোলা নদীর নগরীর কেডিসি এলাকার বিএডিসির ঘাটে এসে পৌঁছান।
মঙ্গলবার সন্ধ্যার পর পল্টুনের উত্তর পাশ থেকে এক লোককে পানিতে পরে যেতে দেখে অন্যান্য শ্রমিকরা। কিছুক্ষন পর কার্গোর শ্রমিকরা ফরিদকে না পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন করেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ডুবুরি নিয়ে রাতে উদ্ধারে নেমে তল্লাশী চালিয়ে পল্টুনের নিচ থেকে ফরিদের লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, উদ্ধার করা ফরিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।