বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
14 Jan 2025 11:01 pm
সঞ্জু রায়, বগুড়া: বগুড়া জেলা কারাগারে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে বুকে ব্যাথা ও এ্যাজমাজনিত সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ওই কয়েদির নাম শাহ জামাল (৭০)। তিনি শেরপুর উপজেলার আদমজামুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে ও অস্ত্র হামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
বিষয়গুলো মুঠোফোনে নিশ্চিত করেছেন বগুড়ার জেল সুপার আনোয়ার হোসেন। জেলা কারাগারের এই কর্মকর্তা জানান, শাহজামাল ২০২১ সালের ২১ জানুয়ারি থেকে বগুড়া কারাগারে ছিলেন। তার কয়েদি নম্বর ১২৩৪। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন কারণ এর আগেও তাকে বেশ কয়েকবার শজিমেকে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছিল। তবে মঙ্গলবার রাতে কারাগারে ৭০ বছর বয়সী শাহজামাল বেশি অসুস্থ হয়ে পড়লে শজিমেক হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।