বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
24 Dec 2024 05:39 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম ইং ২৪/০১/২০২৩ তারিখ ২১.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী থানাধীন সন্ধ্যাবাড়ী মধ্যপাড়াস্থ (ভবের বাজার) জনৈক মোঃ আতিকুর রহমান(৪৮), পিতা-মোঃ আঃ মজিদ, সাং-সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া মুদি দোকানের সামনে বগুড়া শহর হইতে গাবতলীগামী পাকা রাস্তার উপরে ১,০০,০০০/- ( এক লক্ষ) জাল টাকাসহ আসামী ১। মোঃ শহিদ(৩৭), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া, ২। মোঃ সাজু ওরফে সুজা (৩৭), পিতা-মোঃ মবে মন্ডল লইবা মন্ডল ওরফে রফিকুল ইসলাম, সাং-জয়ভোগা উত্তরপাড়া, উভয় থানা-গাবতলী, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করেন।
প্রকাশ থাকে যে, ধৃত ০১ নং আসামী মোঃ শহিদ(৩৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি ও ০২ নং আসামী মোঃ সাজু এর বিরুদ্ধে ০২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রহিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।