বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
24 Dec 2024 08:43 am
৭১ভিশন ডেস্ক:- বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এবার অস্কারের ৯৫তম আসরে ভারতের তিনটি সিনেমার মনোনয়ন মিলেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মনোনীত ছবি ও কলাকুশলীদের নাম ঘোষণা করেন পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ ও আমেরিকান অভিনেত্রী অ্যালিসন উইলিয়ামস।
অস্কারের ইতিহাসে এবার সর্বাধিক ৮০টি দেশের সদস্য ব্যালটে ভোট দিয়েছেন। সক্রিয় সদস্যরা ২ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত ২৩ বিভাগে মনোনীত ছবি ও কলাকুশলীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেবেন।
ভারতের যে তিনটি সিনেমা ‘অস্কার ২০২৩’ মনোনয়ন পেল
‘গোল্ডেন গ্লোব’ জেতার সপ্তাহখানেকের মধ্যেই এবার ‘অস্কার ২০২৩’-এ মনোনয়ন পেল ‘আর আর আর’সিনেমার ‘নাটু নাটু’ গান। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এনটিআর জুনিয়র ও রাম চরণ।
এছাড়া তথ্যচিত্র ফিচার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল দ্যাট ব্রিদস’ এবং স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’।
‘অল দ্য ব্রিদস’ এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন আই’ (ল’অয়েল ডি’অর) বিভাগে পুরস্কৃত হয়।
ডেইলি-বাংলাদেশ