বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
30 Dec 2024 01:03 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ-জামালপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা স্থাপন ও প্রস্তুত (নিয়ন্ত্রণ) কাঠপোডানোও আইন অমান্যও পরিবেশ দূশনের দায়ে করায় পৃথক ভাবে ১২টি ইটভাটাকে ৫৯ লক্ষ টাকা জরিমানা করেছে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ই প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।
২৪ জানুয়ারি (মঙ্গলবার ) জামালপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে সদর উপজেলার মেসার্স স্টার ব্রিক্সকে ৫লক্ষটাকা, মেসার্স রুপালিকে ব্রিক্সকে ৫ লক্ষটাকা মেসার্স কাকলী ব্রিক্সকে ৬ লক্ষটাকা,মেসার্স আনোয়ার ব্রিক্সকে ৩ লক্ষটাকা,মেসার্স আজিম ব্রিক্সকে ৫ লক্ষটাকা,মেসার্স স্টার-১ ব্রিক্সকে ৬ লক্ষটাকা,মেসার্স কিং ব্রিক্সকে ৬ লক্ষটাকা,মেসার্স জীবন ব্রিক্সকে ৫ লক্ষ টাকা, মেসার্স আদর্শ ব্রিক্স কে৬ লক্ষটাকা,মেসার্স সততা-২ ব্রিক্স কে ৪ লক্ষটাকা, মেসার্স সততা ব্রিক্স কে৪ লক্ষ টাকাএবংমেসার্স বি.এস. ব্রিক্সকে ৪ লক্ষ টাকা সর্বমোট ৫৯ লক্ষ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়।
উক্ত ইটভাটাগুলোর মধ্যে কাকলী ব্রিকস নামক ইটভাটার কিলন ভেঙ্গে ফেলা হয় এবং বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া, ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ বা বন কাঠ ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা। মোবাইল কোর্টের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জামালপুর জেলা পুলিশের পক্ষ হতে সহায়তা করা হয়।অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।