বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 01:56 pm
নিজস্ব প্রতিবেদক:- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকীতে তার বগুড়ায় বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। আরাফাত রহমান কোকো ষ্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ আসর দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ এ কে এম সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, ডাঃ শাহ মোঃ শাজাহান আলী, এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শহীদ উন নবী সালাম,কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা মাহবুবর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, মনিরুজ্জামান মনি, শেখ তাহাউদ্দিন নাহিন, এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম,যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু হাসান, জেলা কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলাম রনি,যুগ্ম আহবায়ক এনামুল হক সুমন, এ্যাডঃ শফিকুল ইসলাম টুকু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, পৌর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, রুস্তম আলী,আব্দুল আজিজ হিরা,শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ সুজন, মাহবুব হাসান লেমন, তারিক মজিদ সোহাগ, হোসেন আলী প্রমুখ।
এছাড়া পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সৈয়দ আব্দুল গফুর দারা, এ্যাডঃ আব্দুল্লাহেল বাকী লিপন, আল আমিন সরকার, উজ্জল হোসেন প্রমুখ। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে খাবার বিতরন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ।