মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
08 Jan 2025 03:01 am
প্যারিসভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার দুপুরের দিকে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের জুমলা জেলা থেকে প্রায় ৬৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নয়াদিল্লির অনেক বাসিন্দা সামাজিক মাধ্যমে লিখেছেন যে, তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। এতে ঘরে থাকা সিলিং ফ্যানসহ অন্যান্য ঝুলন্ত বস্তুও কেঁপে ওঠে।
এর আগে গত বছরের ৮ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। শহরটি রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।