সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
06 Jan 2025 06:00 am
এস.এম দৌলত,বগুড়া,জেলা প্রতিনিধি:- বগুড়া একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে বগুড়া - ৬ (বগুড়া সদর) আসনে সরকারি আজিজুর হক বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ এর সাবেক জি.এস ও ভিপি (১৯৮০-৮৪) সংসদ সদস্য প্রার্থী এ্যাড. ইমদাদুল হক গণসংযোগ করেন সদরের বিভিন্ন এলাকায় বাজারে। এই সময় উপস্থিত ছিলেন শহর জাসদের সভাপতি রবিন্দ্রনাথ রনজন, সদর জাসদের সভাপতি হারুনুর রশিদ, জাসদ নেতা গোলাম বিন দানা,
শ্রমিকজোট নেতা আব্দুল মমিন মন্ডল,শ্রমিকনেতা সারোয়ার হোসেন, হোটেল শ্রমিক আব্দুল লতিফ বাচ্চু, বেকারি শ্রমিক নেতা খোরশেদ আলন খুসু
সহ জাসদের অঙ্গসংগঠন নেতৃবৃন্দু।