সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 04:07 am
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃহবিগঞ্জের বাহুবলে রশিদপুর চা বাগান ও চিতলাছড়া চা বাগানে বিষাক্ত কেমিক্যাল ও ইউরিয়া সার মিশিয়ে অবাধে তৈরি করা হচ্ছে চোলাই মদ-ঝুঁকিতে চা বাগান শ্রমিক ও বস্তিবাসীরা।
সরেজমিনে রশিদপুর চা বাগানে গিয়ে জানা যায়, বাগানের অধিকাংশ শ্রমিক বিষাক্ত কেমিক্যাল ও ইউরিয়া সার দিয়ে তৈরি করা চোলাই মদ খেয়ে প্রায়ই নেশায় হাবুডুবু খাচ্ছেন। যার ফলে বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বাহুবল উপজেলার একাধিক চা বাগানের শ্রমিকরা,
স্থানীয় সচেতন নাগরিকদের অভিমত নেশার পাত্রে মিশছে বিষ, মৃত্যুর ঝুঁকিতে চা শ্রমিক! তারা আরও বলেন, শুধু চা বাগানের শ্রমিক নয়- বস্তিবাসীরাও নিরাপদ নয়?
একটি বিশ্বস্ত সূত্র জানায়, ছোট্ট বাচ্চারা উঠানে খেলে বেড়াচ্ছে। তারই পাশে বুদবুদি তুলে ভাত ফুটানো হচ্ছে, সেই পচা বাসি ভাতে বিষাক্ত কেমিক্যাল ও ইউরিয়া সার মিশিয়ে চোলাই মদ তৈরি করে তা বিক্রি করা হচ্ছে। এই চোলাই মদ কারবারিরা হাঁড়ির উপর উল্টোনো হাঁড়ি বসিয়ে জমাচ্ছে পচা ভাতের বাষ্প। তা থেকেই তৈরি করছে চোলাই মদ।
রশিদপুর বাজার ও চা বাগানের একাধিক সূত্র জানায়,ইদানিং চিতলাছড়া চা বাগানের প্রদিপ কর্মকার,সুমন তাতি,বাবলু কালেনী,রাজেন তাতি ও আদ নারায়ণ কুমি পুরোদমে জড়িয়ে পড়েছেন চোলাই মদ তৈরিতে, তারা বাগানের শিশু, যুবক ও বৃদ্ধ লোকের কাছে বিক্রি ও বিভিন্ন স্থানে অবাধে এই চোলাই মদ পাচার করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এদিকে দীর্ঘদিন যাবত রশিদপুর চা বাগানের মিন্টু চাষা,নিরমল বাউরি, নিরজন রবিদাশ, জুতিশ চাষা,গোপাল চাষা,বাহাদুর রবিদাশ, প্রিনকা রবিদাশ, জুতিশ বাউরি,অমর বাউরি, বিজুশ বাউরি, রানা বাউরি ও সাম লাল তেলী সহ একাধিক পরিবার জড়িয়ে পড়েছেন চোলাই মদ ব্যবসায়। তারা চা বাগান সহ বিভিন্ন স্থানে এই চোলাই মদ বিক্রি ও পাচার করে প্রতিদিন মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আর এসব রাসায়নিক ও কেমিক্যাল মিশ্রিত চোলাই মদ খেয়ে নেশায় হাবুডুবু খেয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন চা বাগানের শ্রমিকরা।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড মেম্বার বাবুল বৈদ্য বলেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আমরা কয়েকবার অভিযান চালিয়ে আন্তানাগুলো ভেঙে দিয়েছি,এখনও যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে পরিষদ থেকে ব্যবস্থা নেয়া হবে।