সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
05 Jan 2025 05:03 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় টানা শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কনকনে এই শীতে গরম কাপড়ের অভাবে যবুথবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। এরই মধ্যে সামান্য উষ্ণতা দিতে ৫০০ এতিম শিশুদের পাশে দাঁড়ালেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম সহ একদল পুলিশ কর্মকর্তা।
রোববার (২২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা হাফিজিয়া ফোরকানিয়া কওমী মাদরাসা ও এতিম খানার অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এটি আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লাইচ মো. ইলিয়াস জিকু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, ট্রাফিক পুলিশ ইনচার্জ নুর আলম সিদ্দিক, সদর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মাহাবুব হোসেন, সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাদরাসা সুপার মওলানা মানছুর রহমান খান প্রমুখ।
এসময় ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বলেন, মানুষের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। ইতোপূর্বে করোনাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় পুলিশ জীবনবাজি রেখে মানুষের কল্যাণে কাজ করে গেছে। এরই ধারবাহিকতায় এই শীতেও আমাদের শীতবস্ত্র কার্যক্রম চলমান রয়েছে।