রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 02:49 am
শিবলী সরকার, সারিয়াকান্দি বগুড়া থেকেঃ- ৩৬ বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে রামচন্দ্র বাজারে দলীয় কার্যালয়ে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা ইসরাইল হোসেনের সঞ্চালনায় ২২ জানুয়ারী রবিবার বিকেলে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মন্তেজার রহমান মন্তে। এ সময় বিশেষ অতিথি ছিলেন উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল করিম নিপু, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ সরকার, ফজলুল করিম পুটু, আওয়ামীলীগ নেতা খাজা মাস্টার, যুবলীগ নেতা বাবলা মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক হসেন, ছাত্রলীগ নেতা সোয়েব আক্তার ছনি প্রমুখ। এছাড়াও স্থানীয় সূধীজন ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।