রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 04:57 pm
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল নগরীর প্রায় দেড় হাজার অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সিটি করপোরেশন প্রথম সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সরোয়ার প্রতিষ্ঠিত আল-কোরআন ফাউন্ডেশনের ব্যানারে রবিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর কাউনিয়ার ৫ শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন তিনি।
এর আগে গত শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে প্রায় ৮শ ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন সদর আসনের ৪ বারের সাবেক এমপি সরোয়ার। এ সময় মহানগর বিএনপি’র সাবেক সহসম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা তার সাথে ছিলেন।