রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 10:55 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়া রাজা বাজার আড়ৎদার ও সাধারন ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাজা বাজারস্হ সংগঠন কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৫২৯ জন ভোটারের মধ্যে ৩২৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে মো. আব্দুল হান্নান (চেয়ার) ২৮১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। এবং দুলাল প্রসাদ সাহা সাধারন সম্পাদক পদে (হরিণ) ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ সভাপতি পদে বিনা প্রসাদ (গোলাপ ফুল) বিনা প্রতীদ্বন্দীতায়, সহ সাধারন সম্পাদক মো. সাফায়েতুল ইসলাম (টেবিল) বিনা প্রতীদ্বন্দীতায়, সাংগাঠনিক সম্পাদক পদে মোফাজ্জল হোসেন ( কাপ পিরিচ), কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজার রহমান (তালাচাবি) বিনা প্রতিদ্বন্দীতায়, প্রচার সম্পাদক পদে মো. সোহেল শেখ (কাঠাল) বিনা প্রতীদ্বন্দীতায়, দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান (ফুটবল) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্য নির্বাহী সদস্য পদে আরিফুল সরকার (কবুতর), পায়েল হাসান (ঘোড়া) এবং মাহফুজার রহমান মাছ প্রতীক নিয়ে বিজয় লাভ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. সিরাজুল ইসলাম। তিনি বলেন ভোট সুষ্ঠ ও শান্তি পুর্ণভাবে শেষ হয়েছে। ভোটাররা অত্যান্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে । সকল প্রকার আইনী জটিলতা কাটিয়ে এবং নির্বাচনী সকল বিধি মেনেই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।