রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
14 Jan 2025 10:18 pm
নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। কয়েক মাস আগে এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এসবে তোয়াক্কা না করে নিজ গতিতে এগিয়ে চলছেন এ নায়িকা।
আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসে এক আয়োজনে পারফর্ম শেষে বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন পূজা।
নায়িকার ভাষ্য, ব্যক্তিগতভাবে এবং পরিবারের ইচ্ছা, আমার বিয়ে খুব ধুমধামভাবে হবে। আমার যারা কাছের মানুষ, তারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে। আমি আসলে সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই। সবাইকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসব।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ব্রাইডাল লুকের ছবি প্রসঙ্গে পূজা জানান, মাঝে মাঝে খুবই অবাক লাগে, মানুষ এত বোকা কীভাবে হয়? এতটা বোকা হওয়া উচিত না। যারা বুঝার, তারা ঠিকই বুঝেছে এটা একটা ব্রাইডাল শুট ছিলো। সেখান থেকেই কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছি। যারা ভুল বুঝেছে। তাদের বোকা ছাড়া কিছুই বলব না।