শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 07:44 am
পীরগঞ্জ থেকে প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাটাদুয়ার (মাজার পাড়া) গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা বেলাল হোসেন খুন হয়েছেন। নিহত বেলাল মৃত আবু বক্করের পুত্র।
এলাকাবাসী জানায়, চাচা তাজেল মিয়ার সঙ্গে ভাতিজা বেলাল হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়েই শনিবার তাদের মধ্যে তর্ক-বিতর্ক বাধে। এ সময় তাজেল মিয়া কোদাল দিয়ে বেলাল হোসেনকে আঘাত করেন। বেলাল মাটিতে লুটিয়ে পরলে বেলালের মামা নজরুল ইসলাম দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করান।
উন্নত চিকিৎসার জন্য বেলালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টায় তার মৃত্যু হয়। মৃত আব্দুল জব্বারের পুত্র তাজেলর সাথে দ্বীর্ঘ দিন ধরে ৪ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলছে, তাজেলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত নিহতের চাচা তাজেল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ আকতারুজ্জামান রানা