শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 06:08 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ নদীবেষ্টিত গাইবান্ধায় মাঘের শীতে যবুথবু ছিন্নমূল পরিবারের মানুষ। বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দারা গরম কাপড়ের অভাবে চরম বেকায়দা পড়েছে। এসব মানুষদের মধ্যে এক হাজার জনের মাঝে বিতরণ করা হয়েছে কম্বল।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পৌরপার্কের বিজয় স্তম্ভ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় গাইবাবন্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, অ্যাডভোকেট সিদ্দিকুল ইসলাম রিপু, সাইফুল ইসলাম সাকা, তানজিমুল ইসলাম জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় গাইবান্ধার চারটি পৌরসভাসহ পর্যায়ক্রমে সাতটি উপজেলার ৮১টি ইউনিয়নে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।